শিলিগুড়ি, ১০ ই এপ্রিল, ২০১৯ :. স্কুটির সাথে ট্রেলারের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবক এবং এক মহিলার। মৃত দুই জন সম্পর্কে ভাই ও বোন। এদিন এঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফলবাড়ির কাছে আমাইদিঘি এলাকায় জাতীয় সড়কে। অপরদিকে ঐদিনই এই পথ দুর্ঘটনার পরে মৃত যুবকের বান্ধবী অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এনিয়ে রহস্য দানা বেধেছে সাধারন মানুষের মধ্যে।
এ বিষয়ে স্থানীয় মানুষ ও পুলিশ সুত্রে জানা যায়, এদিন সকালে শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ ফিরোজ তার দিদি রুবি বানু কে নিয়ে শিলিগুড়ি থেকে জটিয়াকালি যাওয়ার জন্য একটি স্কুটিতে করে যাচ্ছিল। যাওয়ার সময় আমাইদিঘির এলাকার চেকপোস্ট এর কাছে জাতীয় সড়কে তাদের স্কুটির সাথে একটি ট্রেলারের দুর্ঘটনা ঘটে । বেপরোয়া গতিতে আসা একটি ট্রেলারের চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ ফিরোজ (২১) এর এবং গুরতর আহত হয় রুবি বানু। এই ঘটনার ক্ষোভে ঘাতক ট্রেলারটিকে আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় সাধারন মানুষ। সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছরায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারের অন্তর্গত নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় রুবি বানু কে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় রুবি বানুর । পরবর্তীতে মৃতদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পুলিশ । জানা যায় অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানের জন্যই এই পথ দুর্ঘটনা।
এ বিষয়ে আরও জানা যায়, অন্যদিকে পথদুর্ঘটনায় মহম্মদ ফিরোজের মৃত্যুর খবর জানতে পারে শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ফিরোজের বান্ধবী নাজমা খাতুন। এদিন সকালের ঐ পথদুর্ঘটনার নাজমা কে তার ঘরের থেকে বেরোতে না দেখে, নাজমা র বাড়ির লোকেরা বন্ধ ঘরের থেকে নাজমাকে অনেকক্ষণ ডাকাডাকি করেও সারাশব্দ না পেয়ে পুলিশ খবর দেন নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ এসে নাজমাদের বাড়ি থেকে বন্ধ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে নাজমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছরায় ঐ এলাকায়। এ ঘটনায় রহস্য দানা বেধেছে সাধারন মানুষের মধ্যে। পুলিশ এই দুটি ঘটনার তদন্ত করছে বলেও জানা যায়।
: উজ্জ্বল ভট্টাচার্য
(রিপোর্টার), শিলিগুড়ি।
Comment here