জেলাদেশরাজ্য

নুসরতকে পাশে নিয়ে ইসকনের রথযাত্রার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়…..

তারকা সাংসদ নুসরত জাহানকে পাশে নিয়ে ইসকনের রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রথের দড়ি টেনে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন তিনি৷ ২০১২ সাল থেকে প্রতি বছরই রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বৃহস্পতিবার সকালে অ্যালবার্ট রোডে ইসকনের রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে ছিলেন তারকা সাংসদ নুসরত জাহান এবং তাঁর স্বামী ব্যবসায়ী নিখিল জৈন, সন্তানকে কোলে নিয়ে ওই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা সোহম৷ আরতির মাধ্যমে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ এরপর সেবাইতদের নির্দেশ মতো পূজার্চনা করেন তিনি৷

নিয়ম মেনে রশিতে টান দিয়ে ৪৮ তম রথযাত্রার শুভ সূচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি আরও বলেন, ‘‘ইসকনকে ৭০০ একর জমি দিয়েছে রাজ্য সরকার৷ অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকার নবদ্বীপ ও মায়াপুর দুটি স্থানকেই হেরিটেজ টাউন হিসাবে গড়ে তুলছে।’’ ইসকন মন্দির ও তাদের উদ্যোগের ফের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।তবে এবার ইসকনের রথযাত্রার মূল আকর্ষণ নুসরত জাহানের উপস্থিতি৷

নববধূর বেশে এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন নুসরত জাহান৷ সেইসঙ্গে বুঝিয়েছেন, ধর্ম সংক্রান্ত কোনও ভিত্তিহীন আলোচনাতেই তাঁর রুচি নেই৷ তিনি এসব সম্পর্কে বেশ ওয়াকিবহাল৷ কলকাতায় ইসকনের রথযাত্রার উদ্বোধনের পরই সোজা মাহেশের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই রথযাত্রার উদ্বোধন করেন তিনি৷ এই প্রথমবার মাহেশে রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷

Comment here