উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি, ১৭ই আগস্ট , ২০১৯ : তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে বরং তাকে তর নিজের দলেরই একাংশের চক্রান্তেই মহিলারা অভিযোগ করছেন তার বিরুদ্ধে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক ডেকে সাংবাদিকদের একথা বলেন, শিলিগুড়ি পুর নিগমের ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর , শিক্ষকনেতা , শিলিগুড়ির জি এস এফ পি স্কুলের টিচার ইনচার্জ তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য রঞ্জন শীল শর্মা । একদা শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র তথা বহু বিতর্কিত শিলিগুড়ির তুথু কান্ডে জড়িত শিলিগুড়ির দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জন শীল শর্মার এই মন্তব্যে দলীয় কোন্দলই প্রকাশ্যে উঠে এসেছে বলেই মন্তব্য স্থানীয় রাজনৈতিক দলের বেশকিছু কর্মীর এবং বহু সাধারণ মানুষের । রঞ্জন শীল শর্মা এদিন আশঙ্কা প্রকাশ করে আরও বলেন যে সম্প্রতি দুজন মহিলা অভিযোগ করেছেন আগামীতে আরও কোনো মহিলা বা মহিলারা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতে পারে কিন্তু তিনি এসবে
ভয় পান না । তিনি আইনি ভাবেই এর মোকাবিলা করবেন । ইতিমধ্যেই তিনি ৫০ লক্ষ টাকার মানহানির মামলা করেছেন । যারা ঐ মহিলা বা মহিলাদের সাহায্য করছেন তারা যেন শেষ পর্যন্ত তাদের সাথে থাকেন ।
এখানে উল্লেখ রঞ্জন শীল শর্মা শিলিগুড়ির জি এস এফ পি স্কুলের টিচার ইনচার্জ সম্প্রতি সেই বিদ্যালয়েরই তারই সহকর্মী শিক্ষিকা লহরি ব্যানার্জি (ভট্টাচার্য) শিলিগুড়ি থানায় রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন । সেই শিক্ষিকা লহরী দেবীর অভিযোগ রঞ্জন শীল শর্মা ২০১৭ সাল নাগাদ তাকে কুপ্রস্তাব দেন । সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানান্ ভাবে রঞ্জন শীল শর্মা নিজে এবং অন্যান্য কয়েকজন শিক্ষক- শিক্ষিকাকে দিয়ে নির্যাতন করে আসছিল । বর্তমানে ঐ শিক্ষিকা চিকিত্সাধীন । যদিও রঞ্জন শীল শর্মা ঐ শিক্ষিকার সমস্ত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান যে ঐ শিক্ষিকা (লহরী দেবী) বিদ্যালয়ের কোনো নিয়মাবলী মানেন না । এবং ২০১৭ সালে আমার কাছ থেকে ঐ শিক্ষিকা ৫০ হাজার টাকা ধার নিয়েছিল সেই টাকা আমাকে ফেরত দেয় নি উল্টে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে চক্রান্ত করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে ।
অপরদিকে গতকাল শিলিগুড়ির একটি অনাথ আশ্রমের কর্ণধার উমা মল্লিক রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে কুপ্রস্তাব এর অভিযোগ করেছেন । উমা মল্লিক অভিযোগ তুলেছেন যে , তার আশ্রমের আবাসিকদেরজন্য খাবারের সামান্য সাহায্য চাওয়ায় উমা মল্লিক কে আশ্রমের মেয়েদের ‘দেবদাসী ‘ হিসেবে রঞ্জন শীল শর্মার কাছে পাঠানোর জন্য কুপ্রস্তাব দিয়েছিলেন রঞ্জন শীল শর্মা ।
সমস্ত অভিযোগ অস্বীকার করে রঞ্জন শীল শর্মা সাংবাদিকদের বলেন, ঐ আশ্রমের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ আছে । আশ্রমটিতে অবৈধ কাজকর্ম হয় । এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগও করা আছে। রঞ্জন শীল শর্মা আরও বলেন এ বিষয়ে দলের জেলা সভাপতি গৌতম দেব সবই জানেন এবং তিনি লোক মারফত তৃণমূল কংগ্রেসের দনেলত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় কেও জানিয়েছেন ।
এ ঘটনার বিষয়ে গৌতম দেব সাংবাদিকদের প্রশ্নে বলেন ,
আমি ছিলাম না কলকাতা থেকে ফিরেছি, এ ব্যাপারে জানি না । আমি সবার সঙ্গে কথা বলব ।
এই মহিলাদের অভিযোগ সত্যি না মিথ্যা এবং তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল কোনদিকে গড়ায় তার দিকেই তাকিয়ে শিলিগুড়ির অধিকাংশ রাজনৈতিক দলের কর্মীরা সহ সাধারণ মানুষ ।
শিক্ষিকা এবং হোমের আবাসিকদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শিলিগুড়ির দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ রঞ্জন শীল শর্মার বিরূদ্ধে। এবার সেই সমস্ত অভিযোগ নস্যাত্ করে জেলা তৃণমূল সভাপতি গৌতম দেবের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগে সরব হলেন রঞ্জন শীল শর্মা।
উল্লেখ্য, সম্প্রতি রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সরব হয়েছেন তাঁর সহকর্মী তথা স্কুলের এক শিক্ষিকা। এবার চয়নপাড়ায় উত্তরবঙ্গ অনাথ আশ্রমের আবাসিক মেয়েদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সরব হয়েছেন ওই আশ্রমের কর্ণধার উমা মল্লিক। তাঁর অভিযোগ, ২০১৫ সালে রঞ্জনবাবু পুরভোটে জয়ী হওয়ার পর আশ্রমের আবাসিকদের এক দিনের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার অনুরোধ করতেই রঞ্জনবাবু তাঁকে আবাসিক মেয়েদের বিষয়ে কুপ্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ।
Comment here