বৃহস্পতিবার রাতে দমদমের নাগেরবাজারে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুর করা হয়। তাঁর গাড়িতে টাকা রয়েছে এই অভিযোগ তুলে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। বিজেপির অভিযোগ ছিল, ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস।
তবে এই ঘটনায় রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, শমীক ভট্টাচার্য নিজের গাড়ি নিজে ভেঙে ঘটনায় দায় তৃণমূলের ওপরে চাপানোর চেষ্টা করছেন। তিনি বলেন, স্থানীয় সিপিএম নেতা পল্টু দাসগুপ্তের সঙ্গে এদিন মিটিং করছিলেন মুকুল রায় ও শমীক ভট্টাচার্য। আলোচনার বিষয় ছিল কীভাবে ভোট ম্যানেজ করা যায়।
জ্যোতিপ্রিয় আরও বলেন, সিপিএম যে বিজেপিকে সাহায্য করছে তার এটি একটি জ্বলন্ত উদাহরণ। শমীক ভট্টাচার্যের সঙ্গে মিটিং করছেন পল্টু দাসগুপ্ত, মুকুল রায়। ভোট সিফট করবে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর এবার ফের সমবেদনা পাওয়ার খেলায় নেমেছে। গাড়ি ভেঙে তা করতে চাইছে। আমরা দমদম নিয়ে ভাবছি না। এমনিতেই বিজেপি হারবে।
Comment here