জেলাদেশরাজ্য

দেবশ্রী রায় বিজেপিতে যোগ দিতে চলেছেন, জল্পনা তুঙ্গে…..

পশ্চিমবঙ্গের শাসক দল তৃনমূল কংগ্রেসের বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায় এবার বিজেপিতে নাম লেখাতে চলেছেন। শুক্রবার তেমনই ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দেবশ্রী রায় বিজেপিতে যোগদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সেক্ষেত্রে দেবশ্রী রায়ের যোগদানের ক্ষেত্রে কারও আপত্তি মানা হবে না।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। উল্লেখ্য, কিছুদিন আগে কলকাতার সাবেক মেয়র ও দাপুটে তৃনমূল নেতা শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তৃনমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান সেদিনই সেখানে হাজির হয়েছিলেন দেবশ্রী রায়।

কিন্ত সেদিন দেবশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে আপত্তি তুলেছিলেন শোভন ও বৈশাখী। ফলে সেদিন দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়া হয়ে ওঠেনি। তবে তারপর থেকে পশ্চিমবঙ্গের রায়দিঘীর তৃনমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছেন বলে বিজেপি সুত্রে খবর।

এমনকী গত বুধবার রাত ১০ টা নাগাদ কলকাতা সংলগ্ন সল্টলেকে দিলীপ ঘোষের বাড়িতেও যান দেবশ্রী রায়। যদিও তখন দিলীপ ঘোষ বাড়িতে না থাকায় ফিরে আসেন তিনি।

এরপরেই শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিতে দিলেন, বিজেপিতে যোগদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন দেবশ্রী রায়। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই বিজেপি নেতৃত্ব চিন্তা ভাবনা করে তাঁকে দলে নেবে। সেক্ষেত্রে কারও আপত্তি মানা হবে না।
তিনি বলেন, কারও সঙ্গে ব্যাক্তিগত মনোমালিন্য থাকতেই পারে। তবে দলের সিদ্ধান্ত সবাইকে মানতেই হবে।

Comment here