আন্তর্জাতিকখেলাজেলাদেশরাজ্য

দুই দশক পরে জুনিয়র এশিয়ান কাপে যোগ্যতা অর্জন

দিদিদের দেখানো পথেই যেন হাঁটলেন বোনরা। ইতিহাস লিখেছিলেন দিদিরা এবার লিখলেন বোনরা। ইতিহাসে নাম তুলল অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা দল। ২০ বছর অর্থাৎ দুই দশক পর জুনিয়র এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন জুনিয়র’ব্লু টাইগ্রেসরা‘।রেঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আয়োজক দেশ মায়ানমারকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল ভারত।রবিবার গ্রুপ ডি’র ম্যাচের ২৭ মিনিটে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন পূজা।জয়ের ফলে গ্রুপে শীর্ষে উঠে এল ভারত। ২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ। সেই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে নিল অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা দল। উল্লেখ্য শেষবার জুনিয়র মহিলা এশিয়ান কাপে ‘ব্লু টাইগ্রেসরা’ খেলেছিল ২০০৬ সালে।

Comment here