জেলাদেশরাজ্য

দিনভর বৃষ্টি সাথে দমকা হাওয়ায় নাজেহাল শিলিগুড়ির জনজীবন

শিলিগুড়ি, ৬ই এপ্রিল, ২০১৯ : শনিবার সারাদিন ধরে বৃষ্টির সাথে মাঝে মাঝেই দমকা হাওয়ায় নাজেহাল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার সাথে শিলিগুড়ির সাধারন মানুষ। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে শনিবারে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারেও ব্যাঘাত ঘটে। বাজার গুলিতেও গ্রাহক ও সাধারণ মানুষের ভিড় না থাকায় অধিকাংশ ব্যাবসায়ীর মাথায় হাত।
শিলিগুড়ির স্থানীয় বেশ কিছু
সাধারন মানুষ ও ব্যবসায়ীকদের মতে 
পাহাড়ের সাধারণ মানুষ ও ক্রেতা- বিক্রেতাদের উপস্থিতি র ফলে শিলিগুড়ি ও তৎসংলগ্ন এলাকায় বাজার ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলি সহ রাস্তাঘাট সবসময়ই থাকে জমজমাট।
কিন্তু একদিকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা-নেত্রীর উপস্থিতিতে সভা, মিটিং -মিছিলের পাশাপাশি শুক্রবার থেকেই মেঘলা আকাশ এবং শনিবার সকাল থেকেই অবিরাম বৃষ্টি ও দমকা ঠান্ডা হাওয়ায় শিলিগুড়ি ও তৎসংলগ্ন এলাকার অধিকাংশ রাস্তা ঘাট, বাজারগুলিতে লোকসমাগম ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। একারনে শহর ও শহর সংলগ্ন অধিকাংশ ব্যাবসায়ীরা পরেছেন দুশ্চিন্তায়। এমনিতেই নির্বাচনী প্রচার, মিটিং মিছিলের কাজে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কর্মী -সমর্থকেরা বর্তমানে ব্যাস্ত। পাহাড়েও আসন্ন লোকসভা নির্বাচনের কাজে একইরকম ভাবে অধিকাংশ মানুষ ব্যাস্ত। কিন্ত গত তিন চারদিন ধরে এইসকল কারনের ফলে শিলিগুড়ি ও তৎসংলগ্ন এলাকায় রাস্তা ঘাটে এবং বাজার, ব্যাবসায়ীক প্রতিষ্ঠান গুলি অন্যান্য সপ্তাহের তুলনায় সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতাদের ভিড় ছিল কম। তারই মধ্যে শনিবারের এই আবহাওয়ার দরুণ রাস্তা -ঘাট, বাজার গুলো প্রায় ফাকাই ছিল। এর প্রভাব পরেছে সাধারণ দোকানদার থেকে ফুটপাত ব্যাবসায়ীদের উপর। তারা পরেছেন চিন্তায় আগামীকাল বা আগামী কদিন কি হবে। যদিও শনিবার সন্ধ্যার পর থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি, আগামীকাল কেমন থাকবে এই দুশ্চিন্তায় পরেছেন অধিকাংশ সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীকেরা।

: উজ্জ্বল ভট্টাচার্য (রিপোর্টার)
শিলিগুড়ি।

Comment here