জেলাদেশরাজ্য

তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি ইচ্ছে করে বাংলাকে বদনামের চেষ্টা চলছে…

প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ ইচ্ছে করে বাংলাকে বদনাম করা হচ্ছে। মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এমনই বিস্ফোরক দাবি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর নিশানায় বিএসএফ-র পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি ও কিছু রাজনৈতিক দল।
তাঁর অভিযোগ, বিএসএফের একাংশের সাহায্যেই সীমান্ত দিয়ে হামলাকারীরা বাংলায় আসছে।
তাদের দিয়েই অশান্তি তৈরি করে আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নাম না নিয়ে তিনি বলেছেন, কোনও কোনও রাজনৈতিক দল ও কেন্দ্রের কোনও কোনও এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে এই ধরনের অশান্তি ছড়ানো হচ্ছে। যারা হামলা চালাচ্ছে, তাদের স্থানীয় লোকজন চেনেন না। পাশাপাশি হামলা করার পর তারা পালিয়ে যাচ্ছে।
অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লু প্রিন্টের মাধ্যমে বিএসএফের একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের ঢোকানো হয়েছিল। এলাকায় গন্ডগোল করিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, যারা গন্ডগোল পাকালো, তাদের এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। লোককে তাতিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এরফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। চলমান অশান্তিতে সাধারণ মানুষকে কোনও রকম প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই ঘটনা কারা ঘটিয়েছেন তার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, মুর্শিদাবাদে চলমান অশান্তির নেপথ্যে রয়েছে বাংলাদেশের মৌলবাদীদের লাগাতার উস্কানি। বিএসএফের দেওয়া রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। বিএসএফের গোয়েন্দা শাখা একটি রিপোর্ট তৈরি করে আইজি-র কাছে ইতিমধ্যেই জমা করেছে।
বিএসএফ গোয়েন্দাদের আনুমান, মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের মৌলবাদীরাও থাকতে পারেন। দুই দেশের মধ্যে অসুরক্ষিত এলাকা দিয়েই বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকছে বলে অনুমান করা হচ্ছে। তাঁরাই মূলত রাজ্যকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।

Comment here