জেলাদেশরাজ্য

তক্ষক পাচারের অভিযোগে গ্রেফতার দুইজন, উদ্ধার একটি তক্ষক, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা…

তক্ষক পাচারের অভিযোগে, তক্ষক সহ দুই ব্যক্তিকে আটক করল এস এস বি । উদ্ধার হওয়া তক্ষক -টির মূল্য প্রায় এক কোটি টাকা । এস এস বি- এর পক্ষ থেকে ধৃতদের বনদফতরের হাতে তুলে দেওয়া হয় । শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
এ বিষয়ে এস এস বি, বনদফতর এবং পুলিশ সূত্রে জানা যায়, এস এস বি -র ৪১নং ব্যাটেলিয়ন এর কর্মীরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার দুপুর নাগাদ ভারত-নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কি এলাকার কোয়ার্টার মোড়ে একটি টোটো গাড়ি থেকে দুইজন কে আটক করে একটি তক্ষক উদ্ধার করে । উদ্ধার হওয়া তক্ষকটি লম্বায় প্রায় ৩২ সেমি , বর্তমানে বাজার মূল্য প্রায় এক কোটি টাকা । আটক দুইজনকে উদ্ধার হওয়া তক্ষকটি সহ এস এস বি- র পক্ষ থেকে টুকরিয়াঝার বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে । ধৃতদের নাম, মোহনলাল ছেত্রি ও ঠাকুর প্রসাদ গৌতম। ধৃতদের বাড়ি নেপালের ঝাপা জেলায় । রাজ্য বনদফতরের কর্তব্যরত কর্মীরা ধৃতদের তক্ষক পাচারের অভিযোগে গ্রেফতার করে । শনিবার ধৃতদের আদালতে তোলা হয় । ধৃতদের জিজ্ঞাসাবাদজ করে জানা গেছে ধৃতরা ভারত- নেপাল সীমান্তের নকশালবাড়ি এলাকা থেকে ভারত- নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে তক্ষকটি পাচারের উদ্দেশে ছিল । এ ঘটনার সাথে আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে ।

Comment here