খেলা

ডুরান্ড কাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ।এবছর ২০২৫ এ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এর উদ্বোধন হয় এই অনুষ্ঠানের  উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পতাকা উড়িয়ে এবং ফুটবলে শট মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করলেন।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের ও ডুরান্ড কমিটির পদস্থ আধিকারিকরাও, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে  উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উত্তর ২৪ পরগনা জেলার লোকশিল্পীরা। এই জেলার উপর দায়িত্ব পড়ে এই পরিবেশনা সাজানোর ।জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ,মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানে রূপদান করে । ৭১ জন লোকশিল্পী সমন্বয়ে হয় এই পরিবেশনা ।ছিল পুরুলিয়ার ছৌ।  এদিনের উদ্বোধনী প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসি।

Comment here