সমর্থকদের একটা আশা ছিল। আর সেই আশা এবার বাস্তবে পরিণত হল।অন্যবার গ্রুপ পর্বেই ফুটবলপ্রেমীরা কলকাতা ডার্বির স্বাদ আস্বাদন করে থাকেন।তবে এবার ডুরান্ডে গ্রুপ পর্বে না হলেও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বির স্বাদ পাবেন ফুটবলপ্রেমীরা।অবশেষে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই এল খুশির খবর।বিগত কয়েকদিন ধরেই এই ডার্বি ম্যাচ নিয়ে সরগরম ছিল ভারতীয় ক্লাব ফুটবলের মহল। আশা ছিল ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে হয়তো ডার্বি ম্যাচের সাক্ষী থাকবেন সকলে।সেই সম্ভাবনা বাস্তবায়িত হল মঙ্গলবার।নিশ্চিত হল কোয়ার্টার ফাইনালে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি লড়াই।আগামী ১৭ই আগস্ট দেখা যাবে এই মহারন।
Comment here