বর্তমানে কিশোরদের মধ্যে সোশ্যাল মিডিয়ার প্রভাব এতটাই বিস্তার লাভ করেছে যার ফলে নিজের জীবনকে বাজি রেখেও সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও শুট করতে ব্যস্ত হয়ে পড়ছে যুবসমাজ। টিকটক এবং ভিগো অ্যাপ এর মত ভিডিও নির্ভর অ্যাপ গুলিতে বিপদজনক এবং আকর্ষণীয় ভিডিও পোস্ট করার জন্য যুব সমাজের মধ্যে দেখা দিয়েছে একটা সুপ্ত প্রতিযোগিতা। এই সমস্ত ভিডিও পোস্ট করে অনেকেই নিজেকে সেলিব্রিটি হিসেবে তুলে ধরার প্রতিযোগিতায় মত্ত। আর সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে কখনো কখনো জীবন বাজি রেখেও চলছে ভিডিও শুট। আর তার ফলেই যুবসমাজের মধ্যে নেমে আসছে মৃত্যুর মতো মর্মান্তিক প্রভাব। সেই রকমই একটি দুর্ঘটনা ঘটে গেল পুরুলিয়ায়। আদ্রা ডিভিশনের পুরুলিয়া-চন্ডিল রেল লাইনে ভিডিও শুট করার সময় নূর আনসারী নামে এক কিশোরকে ট্রেনে ধাক্কা মারে। জানা গেছে, নুর আনসারি তার তিন বন্ধুকে নিয়ে রবিবার সন্ধ্যায় চলন্ত ট্রেনের সামনে টিকটকের ভিডিও শুট করছিল আর ঠিক সেই সময়ই সেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নুর আনসারির। আর তার এক বন্ধু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটক অ্যাপ এর জন্য ভিডিও শুট করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
Comment here