জেলারাজ্য

জেলা ছাড়িয়ে কলকাতায় গান বেঁধে ভোট প্রচারে স্বপন দত্ত বাউল

গৌতম ঘোষ :-গ্রাম, শহর, বিভিন্ন জেলা ছাড়িয়ে কলকাতায় স্বপন দত্ত বাউলের ভোট প্রচার। লোকসভা ২০১৯-এর ভোট একবারে দোরগোড়ায়। তাই পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড়ের বাসিন্দা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী স্বপন দত্ত বাউল ও ঘরে বসে থাকতে রাজি নন। গত ২০১৬ নির্বাচনেও ভোট প্রচার করেছিলেন। তিনি জানান, কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে নির্বাচন কমিশনের পক্ষে তিনি সবসময় ভোট প্রচার করে চলেছেন। তিনি লোকসভা ভোট ঘোষণা হওয়ার দু দিন পর থেকেই গ্রামে-গ্রামে, শহরে, পাড়ায়-পাড়ায়, জেলায়-জেলায় ঘুরে বেড়াচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতির উপহার দেওয়া একতারা ও কোলডুগি নিয়ে পথে পথে। নিজেই গান লিখে নিজেই সুর করে আবার বাউল লোক নিত্য করে কোলডুগি একতারা বাজিয়ে গান ধরেছেন। বাউল গানে গানে বলছেন মানুষকে , সকাল সকাল ভোট দিতে আসুন। নিজের ভোট নিজে দিন। ভোট নষ্ট করবেন না। অবাধপক্ষ পাতহীন ভোটে কোন ভেদাভেদ যেন না হয়। আবার বলছেন, ধর্ম জাতি বর্ন ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। নির্ভয়ে ভোট দিন। এছাড়াও ইভিএম এবং ভিভি প্যাট মেশিনে কিভাবে ভোট দেবেন তা বুঝিয়ে দিচ্ছেন গানে-গানে । নিজের পছন্দের প্রার্থী বেছে নিয়ে বোতাম টিপুন। এবং আলো জ্বললে কয়েক সেকেন্ড পরে মেশিনে চোখ রেখে দেখুন ঠিক ভোট দিলেন কিনা। এই ভাবে নানা কথায় গান বেঁধে ভোট প্রচার করেন আজ চলন্ত ট্রেনের কামড়ায়, হাওড়া স্টেশন , ও প্লাটফর্মে , কলেজস্ট্রিট, ও কলকাতা ফুলবাগান-এর ব‍্যস্ত জনবহুল রাস্তার মোড়ে মোড়ে ও করুনাময়ী অটো স্ট্যান্ডে। নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভোটের প্রচার করে মহানগরীতে মানুষকে তাক লাগিয়ে দিলেন। সকলেই এই অরাজনৈতিক প্রচার বাউল গানে নিজের উদ্যোগে করতে দেখে স্বপন বাউলকে সাধুবাদ জানায়। স্বপন বাউল বার বার গানে বলেন, শান্তিপূর্ণ ভোট হোক। কেউ শান্তিভঙ্গ করবেন না, দেশের গণতন্ত্রকে রক্ষা করুন।

Comment here