জেলাদেশরাজ্য

জুনিয়ার ডাক্তারদের চার ঘন্টার মধ্যে কাজে ফেরার নির্দেশ মুখ্যমন্ত্রীর……

জুনিয়ার ডাক্তাদের কাজে ফিরতে চারঘন্টা সময় বেঁধে দিলেন মমতা। রাজ্যজুড়ে জুনিয়ার ডাক্তাদের কর্মবিরতীতে সবকটি হাসপাতালে রুগি পরিষেবা বিপর্যস্ত। বৃহস্পতিবার কলকাতার সবকটি ম্যাডিকেল কলেজ হাসপাতালে রুগি পরিষেবা না পেয়ে ফিরে গেছেন রোগির পরিবারেরা। যার ফলে রাজ্য সরকারের প্রতি সাধারণ রোগির ক্ষোভ বাড়ছিল। সাধারণ রুগীদের ক্ষোভের আঁচ পেয়ে দুপুর ১২টা নাগাদ এসএসকেএম হাসপাতালে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথমেই তিনি আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখান। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, চার ঘন্টা সময় দিচ্ছি আপনারা হাসপাতালের পরিষেবা চালু করুন। না হলে সরকার কঠোর মনোভাব দেখাবে। প্রয়োজনে আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের হস্টেল নিয়ে নেবে রাজ্য সরকার। এমনকি জুনিয়ার ডাক্তারদের স্টাইপেন বাতিল করবে রাজ্য সরকার। জুনিয়ার ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হরতাল করে তারা সুপ্রীম কোর্টের আইন ভাঙছে।
প্রসঙ্গত, সুপ্রীম কোর্টের আইন অনুয়ায়ী সরকারি হাসপাতালের ডাক্তারা হরতাল করতে পারেন না। কিন্তু রাজ্যের জুনিয়ার ডাক্তাররা চারঘন্টার মধ্যে কাজে না ফিরলে সুপ্রীম কোর্টের আইনভঙ্গের দায়ে কড়া ব্যাবস্থা নেবে রাজ্য সরকার। যদিও মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইতে কিছুটা পিছু হটেন পিজি হাসপাতালের জুনিয়ার ডাক্তারা। দুপুর দুটো নাগাদ পিজি হাসপাতালের ডাক্তারা জরুরী পরিষেবা চালু করেন।

Comment here