হাসপাতালে তখন চরম ব্যস্ততা নিত্যদিনের মতোই তুঙ্গে ছিল। তবে জলপাইগুড়ি হাসপাতালে এমন ব্যস্ততার মধ্যেই ছিল আজ শ্যুটিং ও! শ্যুটিং ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি ‘বাঁশুরি’র। আর সেই শ্যুটিং ঘিরেই চরম বিপত্তি। বন্ধ করতে হয় শ্যুটিং।
কাজের দিনে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল সুপারের দফতরের প্রবেশ পথ আটকে শ্যুটিং শুরু হয়েছিল ‘বাঁশুরি’ ছবির। বুধবার সকাল থেকে শ্যুটিং এ ব্যস্ত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই শুটিং চলায় চিকিৎসা করাতে এসে সমস্যায় পরেন রোগী ও তাঁদের আত্মীয়রা। সময় মতো অফিসে ঢুকতে না পেরে স্বাস্থ্য কর্মীরাও ক্ষোভে ফেটে পড়েন।
শ্যুটিং গুটিয়ে নেওয়ার অনুরোধ জানান, কর্মচারী সংগঠনের সম্পাদক এবং রোগী কল্যাণ সমিতির সদস্যদের। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয় জেলা প্রশাসনও। মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেকে হাসপাতাল চত্তরে শ্যুটিং বন্ধ করার নির্দেশ দিলেন অতিরিক্ত জেলা শাসক সুনীল আগরওয়াল। জানা যায়, এনওসি নিয়েই চলছিল শ্যুটিং, তবে তা এক ঘণ্টার জন্য ছিল। তবে এই এক ঘণ্টাতেই রোগীদের দুর্ভোগ চরমে ওঠে।
Comment here