জেলাদেশরাজ্য

জয় শ্রী রাম’ স্লোগান ধ্বনি শুনেই মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়……

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে খেপাতে এখন বিজেপি কর্মীদের অস্ত্র হয়ে উঠেছে ‘জয় শ্রী রাম’ স্লোগান ধ্বনি। সম্প্রতি চন্দ্রকোনার কাছে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতেই গাড়ি থেকে নেমে তেড়ে গিয়েছিলেন তিনি। তাকে ফিরে আসতে দেখে পলায়মান বিজেপি কর্মীদের হরিদাস বলেছিলেন। কাল বৃহস্পতিবার সেই একি কাণ্ড করলেন ভাটপাড়াতেও।

গতকাল নৈহাটির সত্যাগ্রহ মঞ্চে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তার কনভয়ের পাশ থেকে দু জায়গায় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন। এর মধ্যে এক জায়গায় গাড়ি থেকে নেমে পড়েন মমতা। বলেন, ‘হিম্মত থাকলে সামনে আয় ব্যাটা বিজেপির বাচ্চা। ডাকাত ক্রিমিনালও বলেন। সব কটাকে তাড়িয়ে ছাড়বো, যার খাবে তাকেই মারবে! বাঙ্গালীদের মারবে!’
পরে নৈহাটির সত্যাগ্রহের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গাড়ির সামনে এসে গালিগালাজ করেছে। সঙ্গে সঙ্গে এরেস্ট করতে পারতাম। লোক গুলোকে চিনে রেখেছি। আমাদের শ্লোগান জয় হিন্দ, জয় বাংলা। লক্ষ্য বার, কোটি বার বলব। জয় হিন্দ বলব। লোকের সঙ্গে দেখা হলেই বলব জয় হিন্দ।’ এরপর তিনি পুলিশকে যেকোনো পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করার নির্দেশ দেন।

প্রয়োজনে নাকা চেকিং, গন্ডগোল করলেই গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি, পুলিশও যদি অত্যাচার করে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি পুলিশ ও আমলাদের সতর্ক করে জানান, প্রশাসন এখনো তার হাতেই রয়েছে। এরপর তিনি হুমকির সুরে বলেন, ‘বদল চেয়ে ভুল করেছিলাম এবার বদলা নেব।’

Comment here