জেলাদেশরাজ্য

চ্যালেঞ্জ! দেখি কে রোখে। কাঁচরাপাড়ায় আসছি ১৪ই জুন: মমতা ব্যানার্জী……

৩০শে মে নৈহাটি পৌরসভা ভাঙচুরের প্রতিবাদে তৃণমূল দলের সুপ্রিমো অবস্থানে বসেন। সেই অবস্থান মঞ্চ থেকে তিনি রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলেন,’আমি দলের ভার সম্পূর্ণ হাতে নিয়েছি। ব্যারাকপুর মহকুমা অঞ্চলে যে গন্ডগোল চলছে তাতে চার গদ্দারের ভূমিকা রয়েছে। গদ্দারের ছেলে গদ্দার, গদ্দারের ছেলে গদ্দার।’

তিনি পরিষ্কার জানিয়ে দেন এই মহকুমা অঞ্চলটি তাঁর নজরে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তিনি ১৪ই জুন কাঁচরাপাড়ায় আসবেন এবং বিভিন্ন অঞ্চলে অর্থাৎ ওয়ার্ডে ওয়ার্ডে যেখানে প্রয়োজন সেখানে সভা করবেন। তিনি বলেন,’এটা আমি চ্যালেঞ্জ করছি,দেখি কে রোখে,কারা রুখতে পারে?’ এর থেকে বোঝা যাচ্ছে যে, রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ঘোরালো হয়ে পড়েছে।

এটির বিষয়ে নিজে অত্যন্ত সচেতন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান,’ওরা যতই জয় শ্রী রাম ধ্বনি দিক আমার বিরুদ্ধে,আমি কঠোর হস্তে এসব দমন করবই।’ তিনি বলেন, তিনি পাল্টা এলাকায় এলাকায় জয় হিন্দ বাহিনী এবং জননী বাহিনী কমিটি গড়ে তোলার নতুন রূপরেখা রচনা করছেন।

Comment here