প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ- মোদীর হাত ধরেই উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ চেনাব রেল সেতুর। বদলে গেছে জম্মু-কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি প্রধানমন্ত্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত দুটি বন্দে ভারত ট্রেনেরও উদ্বোধন করেন, যা এই অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও জোরদার করেছে।
শুক্রবার ৬ই জুন ইতিহাস গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীর সফরে এসে তিনি উদ্বোধন প্রায় ১,৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে আর্চ ব্রিজ,চেনাব সেতুর। উদ্বোধনের আগেই সেতুটি বিশ্বজুড়ে প্রযুক্তি ও স্থাপত্যের বিস্ময় হিসেবে চর্চায় উঠে এসেছে।
চেনাব নদীর উপরে নির্মিত এই রেল সেতুটি কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করবে। এর পাশাপাশি উদ্বোধন আরও এক অভিনব প্রকল্প – ভারতের প্রথম কেবল-স্টে রেল সেতু, আঞ্জি ব্রিজ। চেনাব নদীর উপর সেতুটি ১,৩১৫ মিটার লম্বা এবং নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উঁচু। এই উচ্চতা দিল্লির কুতুব মিনারের ৫ গুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও বেশি। ২৮,০০০ মেট্রিক টন ইস্পাত দিয়ে তৈরি চেনাব সেতু।
চেনাব সেতুর অসাধারণ বৈশিষ্ট্য:-
সেতুর উচ্চতা নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার – আইফেল টাওয়ারের থেকেও উঁচু এই সেতু। চেনাব নদীর উপর নির্মিত এই রেলওয়ে আর্চ ব্রিজটির উচ্চতা ৩৫৯ মিটার এবং দৈর্ঘ্য ১৩১৫ মিটার।ব্যবহার হয়েছে ২৮,০০০ মেট্রিক টন ইস্পাত। ২৬৬ কিমি/ঘন্টা গতির বাতাস ও ভূমিকম্প প্রতিরোধে সক্ষম।
চেনাব সেতু চালুতে
কাটরা-শ্রীনগর ট্রেন যাত্রা মাত্র ৩ ঘণ্টায় সম্পূর্ণ হবে (আগে যেখানে সময় লাগত ৫-৬ ঘণ্টা)
কাশ্মীর উপত্যকায় দেশের রেল নেটওয়ার্কে সংযুক্ত হয়ে গেলো
বন্দে ভারত এক্সপ্রেস।
পর্যটন, যাত্রী পরিবহন ও বাণিজ্যে বড় গতি আসবে
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “৪৬ হাজার কোটি টাকার প্রকল্প জম্মু ও কাশ্মীরের উন্নয়নের গতি বাড়াবে। চেনাব ও আঞ্জি সেতু দেশের প্রযুক্তিগত উৎকর্ষের প্রতীক।”রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একে “প্রযুক্তির বিস্ময়” বলে অভিহিত করেছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ” জম্মু ও কাশ্মীরের জন্য একটি ঐতিহাসিক দিন, উপত্যকা রেল সংযোগের মাধ্যমে দেশের অন্যান্য অংশের সাথে যোগাযোগের দিশা পাওয়া গেলো।।
Comment here