জেলাদেশরাজ্য

চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার করল শিলিগুড়ির পুলিশ…

শিলিগুড়ির মহাবিরস্থান এলাকার এক মন্দিরের চুরির ঘটনায় প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার এক ব্যক্তি । ধৃতের বাড়ি থেকে উদ্ধার চুরি যাওয়া অলঙ্কার সহ অন্যান্য সামগ্রী । এছাড়াও একটি ব্যাঙ্কের এ টি এম -এর চুরির ঘটনায় গ্রেফতার আরও একজন । শিলিগুড়ির একটি বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আটক এক মহিলা ।
এ বিষয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (জোন ১) ইন্দিরা মুখার্জি এদিন রাতে সাংবাদিকদের বলেন, শিলিগুড়ি এলাকায় গত এক সপ্তাহে মধ্যে বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে তা উদ্ধার করা হয়েছে । যার মধ্যে শুক্রবার গভীর রাতে রাত আড়াইটা – তিনটা নাগাদ শিলিগুড়ির মহাবিরস্থানের হনুমান মন্দিরে চুরির ঘটনা ঘটে। শিলিগুড়ি থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে তল্লাশি চালিয়ে টিকিয়াপাড়া এলাকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে । ধৃতের নাম প্রদীপ দাস ওরফে পল্টু বাড়ি শিলিগুড়ির টিকিয়াপাড়ায় বয়স ২৫ বছর। ধৃতের বাড়িতে মাটি খুঁড়ে রাখা ঐ মন্দিরের চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার করা হয়েছে । একই দিনে চুরির ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া অলঙ্কার উদ্ধারের ঘটনা শিলিগুড়ি থানার পুলিশের বড় সাফল্য ।
এছাড়াও শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন একটি এ টি এম- র চুরির ঘটনায় সন্দীপ দয়াল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে , তার বাড়ি স্থানীয় ইস্কন মন্দির রোডে । ধৃতের থেকে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে, যার দাম ত্রিশ হাজার টাকা । শিলিগুড়ির রবিন্দ্রনগর এলাকায় এক বাড়ি থেকে চুরি যাওয়া সোনার বালা বা সোনার চুরি উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় এক মহিলা জড়িত , তার বাড়ি এন জে পি -র বাড়িভিসা এলাকায় ।
এদিন তিনি আরও বলেন, পুজোর আগে চুরির ঘটনা একটু বেশি হয় , তবুও আমাদের তথ্য অনুযায়ী গতবারের তুলনায় চুরির ঘটনা এবছরে ৩০ শতাংশ কমাতে পারা গেছে । এবং গত জুলাই মাসের থেকে এখনো পর্যন্ত যে চুরির ঘটনা ঘটেছে তার প্রায় ৩৫ শতাংশ রিকোভারি করা হয়েছে।

এদিন পুলিশ এবং স্থানীয় মানুষ সূত্রে আরও ম জানা যায়, অপরদিকে মাটিগাড়া থানা এলাকায় গত মাসে একটি ডাকাতির ঘটনা ঘটে । মাটিগাড়া থানার পুলিশ ঐ ঘটনার তদন্তে নেমে পাঁচজন দুষ্কৃতীকে আটক করা । চুরি যাওয়া অলঙ্কারও উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে এখনো তদন্ত চলছে ।
তবে এখনও শিলিগুড়ির বর্ধমান রোডের ডাকাতির ঘটনায় এখনো কাউকে গ্রেফতার এবং সোনা উদ্ধার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বারছে ।
এবিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, এবিষয়ে তদন্ত চলছে খুব শিঘ্রই দুষ্কৃতীরা ধরা পরবে ।

Comment here