প্রতিনিধি, মক্তিযোদ্ধাঃ- সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-এর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০ জুন বিচারপতি অমৃতা সিংহ রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন।
রায় দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘২৬ সেপ্টেম্বর বা আদালত পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য।’
নিয়োগে অস্বচ্ছতা থাকায় গত মার্চে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। চাকরিহারাদের মধ্যে শিক্ষকের পাশাপাশি অশিক্ষক (গ্রুপ সি এবং গ্রুপ ডি) কর্মীরাও রয়েছেন। চাকরি বাতিলের পাশাপাশি শূন্য হওয়া পদে নতুন করে নিয়োগেরও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। চাকরি খুঁইয়ে বিপর্যস্ত হয়ে পড়েন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। মানবিক কারণে চাকরিহারাদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ দেন তিনি, পাশাপাশি গত মে মাসে রাজ্য চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেন।
গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলাকারীদের আইনজীবীর দাবি, রাজ্য সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। মামলার শুনানিতে ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিংহ। তিনি বলেন, “টাকার পরিমাণ ২৫ হাজার এবং ২০ হাজার হল কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করলেন?” পাল্টা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। গত সপ্তাহে ওই মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত ছিল।
Comment here