প্রতিনিধি,, মুক্তিযোদ্ধাঃ চাকরিহারাদের মধ্যে মেধাদের তালিকা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। এর জন্য সময় চাওয়া হয়েছে। চাকরি হারাদের স্কুলে ফিরতে বলা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, চাকরি হারাদের বলেছি শীঘ্রই স্কুলে ফিরে যান।
স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। স্কুলে ফিরে ক্লাস নেওয়া শুরু করুন। সামাজিক যোগ্যতার মূল্যবান একটি নির্ণয় এর মাধ্যমে হবে। রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও জানান ssc ভবনের সামনে যে তিনজন চাকরিহারা অনশনে বসেছেন তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। যারা বৈঠক করতে এসেছিলেন তারা জানিয়ে গেছেন তাদের মধ্যে থেকে কেউ অনশন করছেন না। একটি ছোট অংশ যারা এই অনশন করছেন তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদের ওপর তার কোন রাগ নেই বলেও জানিয়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
আগামী দুই সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা আইনি পরামর্শ নিয়ে ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়ে দেন ব্রাত্য বসু। মিরর ইমেজ ও আছে সেটার ক্ষেত্রেও আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বৈঠকে চাকরি হারাদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে জানানো হয় তারা যতদিন পর্যন্ত সসম্মানে পদ ফিরে পাচ্ছেন ততদিন রাজ পথে থাকবেন। রাজ্যে শিক্ষামন্ত্রী বলেন চাকরি হারাদের এই বিষয়ে তিনিও সহমত। প্রতিশ্রুতি রাখতে না পারলে ওদের পথেই থাকা উচিত। তবে আইনি পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান করবেন বলে শিক্ষামন্ত্রী বলেন আগামী ২১ এপ্রিল পর্যন্ত অনুগ্রহ করে চাকরি হারারা অপেক্ষা করুন। শিক্ষামন্ত্রী অভিযোগ করেন বিরোধী দলগুলি এই ২৬ হাজার চাকরি হারাদের বলি দিয়ে ভোটের আগে রাজ্যে একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।
তার মতে বিরোধীরা রাজনীতি করুক কিন্তু রাজ্য সরকার চেষ্টা করছে এই মানুষগুলোকে শেষ মুহূর্তে অক্সিজেন দেওয়ার। সেটা যেন বিরোধীরা না আটকায়। প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে(MP Avijit Gangully) কটাক্ষ করে বসু বলেন কে চাকরির প্যানেল বাতিল করেছিলেন? সবাইকে তো উনি দুর্নীতিগ্রস্ত বলেছিলেন। চাকরিহারাদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন আমি ওদের অভিনন্দন জানাবো কারো ধরা বুঝতে পেরেছেন এই সরকার ওদের পাশে আছে। এসএসসির কাছে যোগ্য অযোগ্য যে তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা সেই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, সিবিআই এর দেওয়া তত্ত্বের ভিত্তিতে এসএসসির কাছে সেই তথ্য আছে। ওয়েবসাইটে তা তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে তাতে রাজ্যের এসএসসির কোন আপত্তি নেই।
বৈঠক শেষে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে সেই ব্যাপারে আইনি প্রতিরক্ষা এবং সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী বিকাশ ভবনে বৈঠকে বসা হয় শুক্রবার। ওরা চিঠি লিখে বৈঠকে বসার জন্য আবেদন করেছিল বেশ কিছু আলোচনা হয়েছে যা যা বলেছেন চাকরি হারারা তার সঙ্গে রাজ্যের শিক্ষা দপ্তরের কোন মৌলিক বিরোধ নেই কিন্তু সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশ আছে আইনি সহযোগিতা ছাড়া এখানে কোন কাজ আমরা করতে পারবো না। কিন্তু আমরা জানি চাকরি হারাতে দাবি ন্যায় সঙ্গত। শুক্রবার টানা তিন ঘন্টা বৈঠক চলে। সল্টলেকে বিকাশ ভবনের ৬ তলায় রাজ্যে শিক্ষামন্ত্রী, এসএসসি সচিব সহ শিক্ষা দপ্তরে আধিকারিকদের সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধিদের বৈঠক হয়। মোট ১৩ জনের প্রতিনিধির দল এই বৈঠকে উপস্থিত ছিলেন ।প্রথমে ১২ জনকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, পরে আরো ১জন বৈঠকে যোগ দেন।বৈঠক শেষে আন্দোলনকারীরা বাইরে এসে জানান,এসএসসি ভবনের সামনে অবস্থান চালিয়ে যাবেন চাকরিহারারা। যতক্ষণ না লিস্ট পায় ।শুক্রবার রাতে এসএসসি ভবনের সামনে আন্দোলন তারা চালিয়ে যাবেন।পরবর্তী শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে । আন্দোলনকারীরা জানিয়ে দেন,নতুন করে পরীক্ষা দেবো না। স্কুলে যাবো না।
চাকরিহারাদের কাছে শিক্ষামন্ত্রীর অনুরোধ সম্পর্ক বিচ্ছিন্ন না করে স্কুলে ফিরুন…

Comment here