জেলাদেশরাজ্য

ঘরে বাইরে অস্বস্তিতে মহম্মদ ইউনুস….

প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ বাংলাদেশের প্রাক্তন প্রাধনমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে একজোট হয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলন শুরু করেছিল জামাত-ই-ইসলামি। বাংলাদেশে জামাত নামেই পরিচিত। কিন্তু হাসিনা পরবর্তী সময় বিএনপি-র সঙ্গে জামাতের বিরোধী বারবার প্রকাশ্যে এসেছে। এবারও সেই একই পরিস্থিতি।
একদিকে বিএনপি,বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল যখন দ্রুত নির্বাচনের পক্ষ বারবার সওয়াল করছ, তখনই তার বিরুদ্ধে চরণ করল জামাত। নির্বাচন কমিশনে গিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সংস্কারের আগে কখনই নির্বাচন করা যাবে না।
রাজধানী ঢাকায় নির্বাচনী ভবনে বাংলাদেশের নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছিল জামাতের নেতারা। সেখানেই তারা জানিয়ে দিয়েছে, এখনই ভোট নয়। ভোট প্রক্রিয়ার জন্য জরুরি সংস্কারগুলি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের নির্বাচন আয়োজন না করাই শ্রেয়। জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যে সব প্রতিষ্ঠান জড়িত, সেগুলিরও সংস্কার করে নির্বাচন দিতে হবে। এ ক্ষেত্রে জামায়াতের তরফে নির্বাচন কমিশনকে ভোটের কোনও দিন, মাস, ক্ষণ বেঁধে দেওয়া হয়নি।’
জামাত নেতার বক্তব্যে স্পষ্ট যে নির্বাচন নিয়ে জামাত এখন ধীরে চলো নীতি নিচ্ছে। যদিও দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। সরকারের একাংশ পরিকল্পিত ভাবে ভোট পিছিয়ে দেোয়ার চেষ্টা করেছে বলেও খালেদার দলের তফরে অভিযোগ তোলা হয়েছে। এর আগে মহম্মদ ইউনুসের ডাকা বৈঠকেও দুই দলের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছিল।
অন্যদিকে শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও অস্বস্তি বাড়ছে নোবেল জয়ী মহম্মদ ইউনুসের অস্বস্তি বাড়িয়েছে আমেরিকায় বাংলাদেশীদের আন্দোলন। ওয়াশিংটনের ব্লেয়ারর হাউসের সামনে আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনগুলি ইউনুসের বিরুদ্ধে সরব হয়েছে। খুনি ইউনুস বলে পোস্টারও নিয়েছে। ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুদের খুন করা অভিযোগ তুলে তাঁরা সরব হয়েছে।

Comment here