বকুলতলা :- গভীর রাতে বকুলতলা থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র সহ গ্রেফতার করে । বকুলতলা থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে ময়দা বটতলায় অস্ত্র কেনা-বেচা হবে । সূত্রের খবরের গুরুত্ব দিয়েই গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার পুলিশ । গভীর রাতে পুলিশ একটি মটরবাইকে চেপে দুই ব্যক্তিকে আসতে দেখে । সাথে সাথে পথ আটকে দাঁড়ায় পুলিশ এবং তাদের তল্লাসী শুরু করে । উদ্ধার করা হয় তাদের কাছ থেকে একটি লম্বা নল ওয়ান শাটার , একটি ছোট ওয়ান শাটার , দু রাউন্ড তাজা কার্তুজ । ধৃতদের নাম সোমনাথ গায়েন (বাড়ী -মায়াহাউরি অঞ্চলের ভবানীমারি গ্রামে) এবং সুখেন্দু হালদার (বাড়ী -ঢোসা চন্দনেশ্ব্র র অঞ্চলের পূর্ব গোবিন্দপুর গ্রামে) । এরা কোথায় থেকে এই অস্ত্র কোথা থেকে আনছিলো এবং কোথায় নিয়ে যাচ্ছিলো তা জানার চেষ্টা করছে পুলিশ । ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হচ্ছে ।
Comment here