জেলাদেশরাজ্য

গুরু নানকের নিজের হাতে লেখা গ্রন্থ সাহেব এল পানাগড়ে……

অক্টোবর মাসে শিখ সম্প্রদায়ের গুরু, গুরু নানক দেব মহারাজের ৫৫০ তম জন্মদিবস । এবার শিখ সম্প্রদায় তাদের গুরুর জন্মদিবস মহাধুমধাম করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। গুরু নানকের নিজের হাতে লেখা শিখ সম্প্রদায়ের ধর্মগ্রন্থ গ্রন্থসাহেব কে নিয়ে শোভাযাত্রা গত 29/06/19 শনিবার এসে পৌঁছায় পানাগড় গুরুদোয়ারায় ।
২ জুন গুরু নানকের নিজের হাতে লেখা গ্রন্থসাহেব নিয়ে শোভাযাত্রা বার হয়েছে । ২৯ টি রাজ্য ঘুরবে এই শোভযাত্রা । আগামী ৭ জুলাই সারা ভারতবর্ষ ঘুরে ৮০ জনের এই শোভাযাত্রা অমৃতসরের স্বর্ণমন্দিরে আবার পৌঁছাবে ।
পানাগড়ে এই শোভাযাত্রাকে স্বাগত জানান গুরুদোয়ারার প্রবন্ধক কমিটির সদস্যরা ।
পানাগড়ে গত শনিবার শিখ সম্প্রদায়েরর মানুষ পরম ভক্তিভরে গ্রন্থসাহেবকে শ্রদ্ধা জানান ।
উগ্র হিন্দু মৌলবাদীদের বোধহয় শিখ সম্প্রদায়ের এই অপুর্ব শোভাযাত্রা এবং শ্রদ্ধাজ্ঞাপন থেকে শিক্ষা নেওয়া উচিত ।

Comment here