উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি ইং ১১ই জুন ২০১৯ : সোমবার গভীর রাতে শিলিগুড়ির বিধান মার্কেট আগুনে ভস্মীভূত কসমেটিক্স এর দোকান সহ একাধিক দোকান । ভস্মীভূত দোকান মালিকদের মাথায় হাত । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি অগ্নিনির্বাপক দফতরের চারটি ইঞ্জিন সহ কর্মীরা । সাধারণ কিছু মানুষ ও ব্যবসায়ীদের সহায়তায় সোমবার প্রায় রাত্রি তিনটা থেকে মঙ্গলবার সকালে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন তারা ।
স্থানীয় মানুষ , অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী এবং মার্কেট কমিটির সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত, প্রায় রাত্রি আরাইটা নাগাদ একটি কসমেটিক্স এর দোকানে প্রথমে আগুন লাগে, পরে তা ছরিয়ে পরে । আতঙ্কিত হয়ে পরেন এখানকার স্থানীয় বাসিন্দারা সহ ব্যবসায়ীরা । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি অগ্নিনির্বাপক দফতরের চারটি ইঞ্জিন এসে কিছুক্ষণের মধ্যে আগুন আয়ত্তে আনে অগ্নিসংযোগের আসল কারণ জানার চেষ্টা চলছে ।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দার্জিলিং এর সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্ট । এছাড়াও ঘটনাস্থলে রাতেই ছুটে আসেন মার্কেট কমিটির কর্মকর্তারা সহ স্থানীয়
কাউন্সিলর তথা তৃণমূলের নেতা নান্টু পাল । এছাড়াও মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র অশোক ভট্টাচার্য , পুর নিগমের বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জন সরকার সহ অন্যান্যরা ।
বিধান মার্কেট এর আগেও আগুন লাগে এই মার্কেটটি আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আজও রাজনৈতিক চাপানউতোর চলে।
গভীর রাতে শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান…..

Comment here