খবর সংগ্রহ – পাকিস্তানিদের হত্যাকারী’, মার্কিন মুলুকে এই নামেই সম্বোধন করা হল আসিম মুনিরকে! পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বর্তমানে সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন,আর এই সফর চলাকালীন ওয়াশিংটনে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হল তাকে। ওয়াশিংটনে মুনির যখন তার হোটেল থেকে বেরিয়ে আসছিলেন সেসময় আচমকাই বেশকিছু পাকিস্তানি নাগরিক ও পাকিস্তানি বংশোদ্ভূত মানুষ সেখানে জড়ো হয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, সেখানে জড়ো হওয়া লোকেরা মুনিরকে লক্ষ করে স্লোগান দিচ্ছে, ‘আসিম মুনির, তুমি একজন কাপুরুষ’,‘তোমার লজ্জা হওয়া উচিত’, ‘গণহত্যাকারী’, ‘পাকিস্তানিদের হত্যাকারী’। কর্তৃপক্ষ যখন বিক্ষোভকারীদের ওই হোটেল প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করে তখন বিক্ষোভকারীরা তাদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়ে। অপর একটি ভিডিওতে আবার দেখা যায়, গাড়ির গায়ে একটি ইলেক্ট্রনিক বিলবোর্ডে লেখা রয়েছে, “আসিম মুনির, গণহত্যাকারী”, “বন্দুকের নল যখন কথা বলে, গণতন্ত্রের মৃত্যু ঘটে”
জানা গিয়েছে, এই বিক্ষোভকারীরা ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থক। প্রসঙ্গত, মুনিরের এই সফরের আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই পিটিআই ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছিল। প্রসঙ্গত, গত রবিবার মুনির ৫ দিনের সরকারি সফরে ওয়াশিংটন পৌঁছেছেন। মনে করা হচ্ছে, মার্কিন মুলুকের সঙ্গে সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষেই মুনিরের এই সফর। কিন্তু তারই মাঝে ঘটে গেল এই অস্বস্তিকর ঘটনা।
Comment here