আজ কোন্নগর সুইমিং ক্লাবের উদ্যোগে ৫১ তম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সুজিত বসু,ক্রিয়া জগতের প্রশাসক সুব্রত দত্ত,বর্ষীয়ান সাংবাদিক মিহির গাঙ্গুলী,উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব,কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী।
এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল রাজ্যের বিভিন্ন জেলার সাতরুরা।সারাদিন ব্যাপী এই সমগ্র প্রতিযোগিতাটি পরিচালিত করেন এলাকার বিধায়ক প্রবীর ঘোষাল।
এই ধরণের প্রতিযোগিতা আগামী দিনে রাজ্যের ও দেশের কৃতি সাঁতারু তৈরীতে বিশেষ ভূমিকা নেবেন বলে জানান মন্ত্রী সুজিত বসু।
Comment here