গৌতম ঘোষ :- শিক্ষাই-দীক্ষা এই ব্রত নিয়ে তৈরি হয়েছিল কিংস্টোন এডুকেশন ইনস্টিটিউট। কত গরীব মেধাবী ছাত্র-ছাত্রী জায়গা পেয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের ইনস্টিটিউটের কর্ণধারের হাত ধরে। তাদের এই সাফল্যের মূল স্রোতে আরও একটি নতুন বিজয়ের মাত্ৰা যোগ করলেন – ২০১৯ এর ২৩শে জানুয়ারি ভারতের বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিবসে নতুন উদ্যোমে নতুন ভাবে সূচনা করলেন একটি নতুন প্রয়াস-“রান অফ এডুকেশন”।
Comment here