জেলাদেশরাজ্য

কাট মানি খাওয়ায় উওরপাড়ায় গ্রেফতার তৃণমূল নেতা….

কাটমানি খাওয়ার জন্য গ্রেফতার হলেন রিষড়ার এক তৃনমুল নেতা। বৃহস্পতিবার ভোর রাতে রিষড়ার মোড় পুকুর নবীনপল্লী এলাকার তৃণমূল নেতা কালাচাঁদ পালকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। এই তৃণমুল নেতার বিরুদ্ধে কয়েক লাখ টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন উত্তরপাড়া থানায়। উত্তরপাড়ার এক বাসিন্দার থেকে কয়েক লক্ষ টাকা নেন কালাচাঁদ। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে উত্তরপাড়ার ওই বাসিন্দার টাকা দিতে অস্বীকার করে কালাচাঁদ। মারধর করে হুমকি দেন কালাচাঁদ। সূত্রের খবর, এই তৃণমুল নেতা আগেও জেল খেটেছেন।প্রসঙ্গত ,কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চের এক দলীয় সভায় বলেছেন দলে কোনওরকম তোলাবাজি বরদাস্ত করব না। কাটমানি বা কমিশন কোনওটাই নেওয়া যাবে না। তার পর থেকেই পুলিশ নড়েচড়ে বসে। রাজ্যে জুড়ে ধরপাকড় শুরু করে পুলিশ। সেই ধড়পাকড়ে ধরা পড়েছেন এই নেতা।

Comment here