কাটমানি ইস্যুতে এবার জেলায় জেলায় বিক্ষোভ, এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সভার ডাক দিল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১ জুলাই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।
তার পরদিন ২ জুলাই, কাটমানি ইস্যুতে হাজরা মোড়ে সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হাজরা মোড়ে সভার অনুমতি না মিললে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই অবস্থান বিক্ষোভে বসবে তারা।
Comment here