কয়েকদিন শান্ত থাকার পর ফের অশান্ত হয়ে উঠল কাকিনাড়া ।সোমবার দুপুরে থেকে কাকিনারায় আবার মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে। বেশ কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।দোকানগুলো লুটপাট করা হয় বলে ব্যবসায়ীদের অভিযোগ। ঘটনাস্থলে আসে পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে স্থানীয় সূত্রের খবর। অজয় ঠাকুরের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী কাকিনাড়া বাজার সংলগ্ন সব গলিগুলোতে যায়। আর্য সমাজ মোর,ঘোষপাড়া রোডে রয়েছে পুলিশ মোতায়েন । জখম হয়েছে ৫জন বেক্তি তাদের মধ্যে একজন হল মনোজ সাউ যার পায়ে বোমার স্প্লিন্টার লাগে। রাধা দেবী নামে এক মহিলাও জখম হয়েছেন।এছাড়া আরো তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ভাটপাড়ার পৌর প্রধান সৌরভ সিং বলেন কাকিনাড়া ৬ নম্বর গলি থেকে বোমাবাজি করা হয়েছে। বোমাবাজি করেছে কুখ্যাত অপরাধী ফিয়াজ ও তার দলবল। তিনি দাবি করেছেন অপরাধীদের গ্রেফতার করতে হবে পুলিশকে।
কাকিনাড়া আবার অশান্ত, বোমাবাজি জখম ৫……

Comment here