আগামী ২৬ জুলাই কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা লিগের প্রথম ডার্বি ম্যাচ। মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইষ্টবেঙ্গল।তাই আইএফএ চায়, এই ডার্বিকে একটু অন্যভাবে তুলে ধরতে। এই প্রথমবার শুধুমাত্র সমর্থকদের জন্য স্টেডিয়ামে থাকছে দুটো বিশেষ অ্যাম্বুলেন্স। গ্যালারির ১০টি জোনে থাকবেন স্থানীয় ডাক্তাররা। কোনও সমর্থক অসুস্থ হয়ে পড়লে দ্রুত যাতে চিকিৎসা দেওয়া যায়। এছাড়াও থাকছে গ্যালারির বাইরে খাবারের স্টল। গ্যালারিতেও বিক্রি হবে খাবার। প্রত্যেক গ্যালারিতে বিশুদ্ধ পানীয় জলের ডিস্পেনসর রাখা থাকবে। দুই টিমের সমর্থকদের জন্য সেলফি জোন যেমন থাকবে, তেমনই টিকিটের ব্যাপারেও থাকছে অভিনবত্ব। এই প্রথমবার সমর্থকরা মোবাইলে স্ক্যান করেই মাঠে ঢুকে যেতে পারবেন।তার জন্য প্রত্যেক গেটে একাধিক স্ক্যানার মেশিন রাখা থাকবে। আইএফএস সচিব অনির্বাণ দত্ত–র জানান, ‘লিগ ডার্বিকে এমন ভাবে মানুষের কাছে তুলে ধরতে চাই, যা আগে কখনও হয়নি।’ ডার্বি ম্যাচে আনার চেষ্টা করা হচ্ছে আইএম বিজয়নকে।যদিও সূত্রের খবর বিজয়ন জানিয়েছেন, তাঁর শরীর খারাপ।
Comment here