জেলাদেশরাজ্যসম্পাদকীয় কলম

“কলকাতা – আমি তোমায় ভালোবাসি” প্রতিষ্ঠানের ৫ম বর্ষ এ প্রবীণ প্রতিমা শিল্পী সম্মান ২০১৮ অনুষ্ঠান

প্রদীপ সাঁতরা : – তিলোত্তমা কলকাতা কে সবাই ভালোবাসে, কিন্তু সেটা যে যার নিজের মতো করে। ঠিক সেই মহৎ ভাবনা নিয়ে আরিয়াদহের “কলকাতা – আমি তোমায় ভালোবাসি” নামে এক সমাজসেবা প্রতিষ্ঠান তাদের ‘তুমি আসবে বলে তাই’ – ৫ম বর্ষ এ এক প্রবীণ প্রতিমা শিল্পী সম্মান ২০১৮ নামক অনুষ্ঠানের আয়োজন করেছিলো গতো ২৯শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার সময় আরিয়াদহের কালাচাঁদ হাই স্কুলের সভা গৃহে। উক্ত অনুষ্ঠানে মূল আকর্ষণ প্রবীণ প্রতিমা শিল্পী শ্রী সমীর পাল মহাশয় কে  তার শিল্পের জন্য সম্মান ও সম্বর্ধনা দেয়া হয় । শিল্পী কে শাল পরিয়ে মানপত্র ও হাতে নগদ ৫ হাজার টাকা দেয়া হয়। শিল্পী শ্রী সমীর পাল প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা সুজাতা মন্ডল কে তাঁর নিজের হয়ে সৃষ্টি বিবেকানন্দের মূর্তি তুলে দিয়ে সম্মান দেন। এছাড়া এই প্রতিষ্ঠান সমাজমুলক কাজের মধ্যে যে সমস্ত খেলা আমাদের গ্রাম বাংলা থেকে প্রচারের অন্ধকারে থাকা খেলা যেমন খো খো, কাবাডি, দৌড়, যোগাসন ইত্যাদি র সঙ্গে যুক্ত সম্ভবনাময় দুঃস্থ খেলোয়াড় দের উৎসাহ দেবার উদ্যেশ্য নিয়ে তাদের মধ্যে প্রয়োজনীয় খেলার সামগী তুলে দেয়া হয়। প্লাস্টিক বর্জন করার লক্ষ নিয়ে এই প্রতিষ্ঠান তাদের তৌরি বাগে র উদ্ভোধন করেন উপস্থিত গুণীজন ব্যক্তিরা। আবৃত্তিকার শর্মিষ্ঠা পাল ও তাঁর সংস্থা ‘আড্ডা এবং’ সুন্দর আবৃতি পরিবেশন করেন। এছাড়া প্রতিমা চক্রবর্তী ও রণজিৎ দাস ও তার ছন্দ গীতম ডান্স গ্রূপ বেলঘরিয়া তাদের নৃত্য – নাট্য পরিবেশন করেন যা উপস্থিত সকল দর্শকের মন জয় করে নেয়।  সমস্ত অনুষ্ঠানের মঞ্চ  সঞ্চলনা করেন সুমন বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের সব শেষে প্রতিষ্ঠানের আয়োজক ও প্রতিষ্ঠাতা সুজাতা মন্ডল আগামী বছরে ফেব্রুয়ারি মাসে বিনা খরচায় ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী করার কথা ঘোষণা করেন যা বর্তমানে সময়ে দৃষ্টান্ত মূলক প্রতিযোগতার দাবি রাখে।

Comment here