উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের পুরপ্রধান আচ্ছালাল যাদবের যথেষ্ট প্রভাব রয়েছে এলাকায়। তৃণমূলের এই ডাকাবুকো নেতার বিরুদ্ধেই এবারে পুকুর ভরাট ,কাটমানি ও নানা দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়লো কানাইপুরের বিভিন্নএলাকায়। সেই পোস্টারের নীচে লেখা রয়েছে “কানাইপুর অঞ্চল নাগরিকবৃন্দ।” যা নিয়ে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে এলাকায়। যদিও এবিষয়ে পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব বলেন তার সময়কালে যে সব অনৈতিক কাজ তাঁর পঞ্চায়েত এলাকায় বন্ধ করা হয়েছে তাতে যারা যুক্ত তারাই এ সব করছে ও এই ধরণের কাজে বি জে পির কিছু রাজ্যে নেতার মন্তব্য উৎসাহিত হয়ে এই ধরণের কাজ করা হচ্ছে।
এবার হুগলীর কোন্নগর কানাইপুরে কাটমানি ও দুর্নীতির বিরুদ্ধে পোস্টার পড়ল.কানাইপুরগ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে…..

Comment here