গৌতম ঘোষ :-উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসাতে এবার হাতে নাতে ধরা পড়লো ভাগারের মরা পশুর পচা মাংসের হদিস। বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আচমকা হানা দেন বারাসাতের চাঁপাডালি মোরের মহামায়া হোটেলে। পুরসভার খাদ্য দপ্তরের আধিকারিকরা ঐ হোটেলের স্টোররুম থেকে উদ্ধার করে পচা মাংস। ঐ মাংসের নমুনা সংগ্রহ করেন তারা। এরপর হোটেলটি সিল করে দেয় পুলিশ। ঘটনার আঁচ পেয়ে পালিয়ে যায় হোটেল মালিক গণেশ দেবনাথ। শুধু মহামায়া হোটেল নয় অভিযোগ রয়েছে হরিতলা বাজার, হাটখোলা বাজার, কলোনী মোর, ডাকবাংলা মোর সহ বারাসাতের কোর্ট চত্বরের বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্টের বিরুদ্ধেও। বারাসাতের পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়ের দাবি আগামী দিন সব জায়গায় অভিযান চালানো হচ্ছে। যারা এই পচা মাংসের কারবার করছে প্রমাণিত হলে আইনি প্রকৃয়া মেনে চির জীবনের মত দোকানের ট্রেড লাইসেন্স বাতিল সহ মালিকের জরিমানা ও জেল হাজতে পাঠানো হবে।
Comment here