জেলাদেশরাজ্য

এবার কী ইলিশের দাম কমবে?…

সব থেকে বেশি ইলিশ মাছ ধরা পড়েছে এবছর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। তা বাজারেও ঢুকতে শুরু করেছে। এবার ইলিশের দাম কমার পালা।

মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, জুন মাসের ১৫ তারিখের পর থেকে ট্রলারে করে একাধিকবার গভীর সমুদ্রে গিয়েছিলেন মৎস্যজীবীরা। কিন্তু গত ২ মাসে সেরকম ইলিশের দেখা পাওয়া যায়নি। ফলে ট্রলার ভাড়া করে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের লোকসানের মুখে পড়তে হয়েছে।

অনেক মৎস্যজীবীই জুন মাস থেকে এখনও পর্যন্ত ৫ বার গভীর সমুদ্রে গিয়েছে। শেষবারে এসেছে সাফল্য।

প্রতিটি ট্রলার গড়ে ৩০ মন করে ইলিশ মাছ নিয়ে ফিরেছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত বাজারে ইলিশের দাম অনেকটাই বেশি। মৎস্যজীবীরা বলছেন, এভাবে যদি ইলিশ ধরা পড়ে, তাহলে দাম কমবে।

Comment here