ফের কাটমানি নেওয়ার অভিযোগ,এবার অভিযোগ তৃণমূল সমর্থিত স্বসহায়ক দলের বিরুদ্ধে।বিক্ষোভ দেখায় স্থানীয় জবকার্ডধারী মহিলারা।ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ১২ নং তুতরাঙ্গা অঞ্চলের আসন্দা গ্রামে।একশদিনের কাজে স্বসহায়ক দলের প্রধানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয় মহিলাদের।
অভিযোগ অস্বীকার ওই দলের প্রধানের।অভিযোগ গত তিনবছর ধরে একশদিনের কাজের প্রায় আট লক্ষ টাকা নিয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠ ওই স্বসহায়ক দলের সদস্যারা।জানা গিয়েছে তিনবছর আগে থেকে তাদের অ্যাকাউন্ট পাসবুক,জবকার্ড ও নিয়ে নেয় অভিযুক্ত।প্রায় দুই ঘন্টা চলে এই বিক্ষোভ কর্মসূচি।পরে বেলদা থানার পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়।
Comment here