উজ্জ্বল ভট্টাচার্য, শিলিগুড়ি ইং ১০ই জুন ২০১৯: অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল রাজ্য বনদফতরের কর্মীরা ।
শিলিগুড়ির কাছে উদ্ধার চোরাই সেগুন কাঠ, আনুমানিক বাজার মূল্য প্রায় ১.৫০ কোটি (দের কোটি ), আন্তঃরাজ্য অবৈধ কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার পাঁচ জন । বর্মা মায়নামার থেকে শিলিগুড়ি সংলগ্ন এলাকা হয়ে কলকাতা সহ উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্য ও দেশে পাচার করা হত বল ধৃতদের জিজ্ঞাসা বাদ করে জানতে পেরেছেন রাজ্য বনদফতরের কর্মীরা । আরও কেউ এ ঘটনায় জড়িত আছে কি না তা তদন্ত করছে রাজ্য বনদফতরের কর্মীরা ।
উদ্ধার ১.৫০ কোটি চোরাই কাঠ , ধৃত পাঁচজন…….

Comment here