জেলাদেশরাজ্য

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিসিউ বিভাগে আগুন, মৃত এক মহিলা রোগী…

শুক্রবার ভোরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিসিউ বিভাগে হঠাৎ লাগে আগুন। ঐ বিভাগে ছরিয়ে পরে আতঙ্ক ।
এই দুর্ঘটনায় ঐ বিভাগে ভর্তি থাকা দশ জন রোগীদের অন্যত্র স্থানান্তরিত করতে গিয়ে মৃত এক মহিলা রোগী । শুক্রবার সকালে এ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের স্থানীয় কর্মীরা সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্তব্যরত স্থানীয় কর্মী- আধিকারিকেরা ও স্থানীয় মানুষ, রোগীর পরিজনেরা । এরপরে সকালেই একে একে ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ , হাসপাতালের রোগী সুরক্ষা কমিটির কর্মকর্তা- সদস্যরা এবং শিলিগুড়ি পুর নিগমের মেয়র অশোক ভট্টাচার্য সহ অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তি ।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে কর্তব্যরত আধিকারিক, ডাক্তার এবং রোগীর পরিবারের লোকজনের সাথে কথা বলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । এরপরে পর্যটনমন্ত্রী গৌতম দেব সাংবাদিকদের বলেন, এদিন ভোর পাঁচটা নাগাদ সিসিইউ বিভাগের একটি বেডে স্পার্কিং হয় সাথে সাথেই কর্তব্যরত কর্মীরা ঐ বেডের রোগী সহ অন্যান্য রোগীদের অন্যত্র স্থানান্তরিত করেন । এরপর ধোয়া ছ্ড়িয়ে পরে ।
ঐ বিভাগে ছয়জন ভেন্টিলেশনে সহ মোট দশজন রোগী ছিল । যার মধ্যে একজন খুবই অসুস্থ মহিলা রোগী মারা গেছেন । নাম সাবিনা খাতুন, বাড়ি ইসলামপুরে । মোট নয়জন রোগী খুবই সামনের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে চিকিত্সা করানো হচ্ছে । ঐ নয়জন রোগীর মধ্যে পাঁচজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।
এটি একটি দুর্ঘটনা । পুরো বিষয়টি স্বাস্থ্যদপ্তরে জানানো হয়েছে। স্বাস্থ্যদপ্তরের নির্দেশমত তদন্ত হবে ।
এই ঘটনায় কর্তব্যরত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদেরই কর্তব্যের গাফিলতিকেই দায়ী করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে বেশ কজন বিরোধী দলের নেতা- কর্মী এবং স্থানীয় মানুষ ও মৃত রোগীর পরিজন পরিচিতরা ।

পরিজনে
এঘটনার ১০ জন রোগী মধ্যে
ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে CCU বিভাগে।CCU বিভাগে ভর্তি থাকা 10 জন রোগীকে দ্রুত অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করে দমকল কর্মীরা স্থানীয় সূত্রে খবর আগুনে একজনের মৃত্যু হয়েছে। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হতাহতের খবর নেই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি দমকলের ইঞ্জিন। বেশ কিছুক্ষণ এর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু কিভাবে আগুন লাগল তদন্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ!

Comment here