জেলাদেশরাজ্য

উত্তরপাড়া ডাঃ বি.সি.রায় মেমোরিয়াল কমিটির উদ্দোগে বিনা ব্যায়ে স্বাস্থ পরীক্ষা শিবির……..

উত্তরপাড়ায় যে সমস্ত সামাজিক সংগঠন আছে তাদের মধ্যে শীর্ষে স্থানে এই ডাঃ বি.সি.রায় মেমোরিয়াল কমিটি অন্যতম। এই কমিটি তাদের পরিচালনায় বছরের বিভিন্ন সময়ে নানা সমাজমুলক কর্মসূচি ও উত্তরপাড়া বাসীদের সুস্থ স্বাস্থ্য পরিসেবা দিয়ে আসছে। সেই অনুযায়ী আজ রবিবার 25/08/19 সকালে উত্তরপাড়া বাসীদের জন্য আয়োজন করেছিলো বিনা ব্যায়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে বিশেষজ্ঞ ডাক্তাদের নিয়ে ব্লাড সুগার, ব্লাড প্রেসার, ই,সি,জি, অস্থি চিকিৎসা, শিশু স্বাস্থ্য, ডেন্টাল ও ই.এন. টি পরীক্ষা সহ চক্ষু পরীক্ষা ও বিনা ব্যায়ে চশমা দেয়ার ব্যবস্থা করা হয়। এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রবীর ঘোষাল মহাশয়, উত্তরপাড়া পৌরসভার উপপৌরপ্রধানা অদিতি কুন্ডু, এছাড়া পৌর সদস্য মিতালি বেজ, ইন্দ্রজিৎ ঘোষ, খোকন মন্ডল, তাপস মুখার্জী, প্রাক্তন সদস্য সত্যেন ঘোষ ও আরো সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অলংকৃত করেছিলেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেয়া হয় চারা গাছ দিয়ে। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত উত্তরপাড়ার বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এই পুরো শিবিরের পরিচালনা করেন কমিটির সম্পাদক ও পৌর সদস্য সুমিত চক্রবর্তী । তিনি তার বক্তব্যে বলেন, আমি উত্তরপাড়া বাসীদের জন্য আরো উন্নততর স্বাস্থ্য পরিসেবা কি করে দেয়া যায় ও এলাকায় পরিষ্কার পরিছন্ন রেখে সবাই কে সুস্থ জীবনে রাখা যায় সেই চেষ্টা করি সব সময়। তাই উত্তরপাড়া বাসীদের কাছে আহ্বান জানাই জলের অপচয় না করে সবাই এর কাছ থেকে সহযোগিতার আশা করি।

Comment here