জেলাদেশরাজ্য

উত্তরপাড়ায় পুলিশের হাত থেকে ধৃতকে ছাড়ানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার ২…

উত্তরপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে মাখলা সেবাসদনের সামনে মেইনরোড টি এন মুখার্জি রোডের পাশে শনিবার রাতে কয়েকজন মদ খাচ্ছিল, পুলিশ তাড়া করে একজনকে ধরে, তাকে ছাড়বার দাবিতে এলাকায় তুলকালাম বেঁধে যায় বিক্ষোভ রাস্তা অবরোধ, পুলিশের গায়ে হাত, বাধ্য হয়ে পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার ২।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাত নটা নাগাদ উত্তরপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর পোস্ট অফিস এলাকায় সেবা সদনের সামনে টি এন মুখার্জি রোডে কয়েকজন মদ খাচ্ছিল, পুলিশ টহল দেওয়ার সময়ে কয়েকজনকে তাড়া করে একজনকে ধরে তারপর খবর পেয়ে এলাকার লোকজন এবং ওদের বাড়ির লোকেরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ও বলে পুলিশকে এখানে এসে ধৃতকে ছেড়ে দিয়ে যেতে হবে ও ক্ষমা চাইতে হবে। চলতে থাকে বিক্ষোভ, খবর পেয়ে উত্তরপাড়া থানা থেকে আরও বাহিনী ঘটনাস্থলে আসে। এই ঘটনায় এলাকায় লোকজন ব্যস্ততম টি এন মুখার্জি রোড অবরোধ করে, যানবাহন থেমে যায়। প্রথমে এলাকার তৃণমূল কাউন্সিলর খোকন মন্ডল অবরোধকারীদের সঙ্গে কথা বলে, মিটে যেতে থাকে কিন্তু তৃণমূলের অভিযোগ বহিরাগত কিছু বিজেপি জয় শ্রীরাম বলে বিক্ষোভকারীদের দলে যোগ দেয় ও মিটমাট করতে বাধা দেয়। পুলিশ অবরোধকারীদের বোঝায় কিন্তু বিক্ষোভকারীরা কোনো কথা শুনতে চায় না পুলিশকে ধাক্কাধাক্কি করে ও গালিগালাজ করে, বাধ্য হয়ে পুলিশ রাস্তা অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ অবরোধকারীদের তুলে দেয়।

পুলিশ দু’জনকে গ্রেফতার করে শ্রীরামপুর কোর্টে রবিবার তোলে, বিচারক তাদের সাত দিনের জেল হেফাজত দিয়েছে। এলাকার কাউন্সিলর খোকন মন্ডলের বক্তব্য আমরা কথা বলে মিটিয়ে দিয়েছিলামও কিন্তু বাইরের বিজেপির কিছু লোক এসে বানচাল করে ও তারা এলাকার শান্তি নষ্ট করতে চায় মুখ্যমন্ত্রীর নামে কুকথা বলে কিন্তু আমরা শান্তি নষ্ট করতে দেবো না যে কোনো মূল্যে।”

যদিও এ বিষয়ে বি জে পি দলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comment here