উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম হয়ে রাজ্যের সাথে সাথে হুগলি জেলার মুখ উজ্জ্বল করলো তারকেশ্বরের থানার রামনগর এর ছেলে অনির্বাণ খাড়া ,গত 27th may সোমবার রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় আর সেই ফলাফল এতে তাকেশ্বর থানার রামনগর নোট বিহারী পাল চৌধুরী স্কুলের ছাত্র অনির্বাণ খাড়া পঞ্চম হয়ে রাজ্যের সাথে জেলায় তাক লাগিয়ে দিল, অনির্বান জানায় ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে , অনির্বাণ এর বাবার নাম স্বদেশ খাড়া,মা মধুমিতা খাড়া ,বরাবরই স্কুলে ভালো ছাত্র গতবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম হয়ে জেলার মুখ উজ্জ্বল করলো অনির্বাণ খাড়া

Comment here