শনিবার কালীঘাটের বাড়িতে দলীয় সাংসদ ও জেলা প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি অভিযোগ করেছিলেন, গত পাঁচ মাস নির্বাচনের কারণে উন্নয়নের কাজ করতে পারেননি। উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ জুন নবান্ন সভাঘরে হবে এই বৈঠক । সেখানে রাজ্যের প্রতিটি দপ্তরের মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।এবার বিভিন্ন দপ্তরের কাজ কী অবস্থায় রয়েছে, তা জানতে রাজনৈতিক মহলের একাংশের মতে, এবারের পরিস্থিতি একদমই আলাদা। BJP-র আসন বেড়ে ১৮টি হওয়ায় আগামী দু’বছর তাদের কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এবার তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ।
চান মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশও দিতে পারেন তিনি । কোনও কাজ যাতে পড়ে না থাকে ও বরাদ্দ অর্থ যাতে সঠিকভাবে খরচ হয়, সেবিষয়ে বাড়তি গুরুত্ব দিতে চান মুখ্যমন্ত্রী।
Comment here