আন্তর্জাতিকখেলাজেলাদেশরাজ্য

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস

সম্প্রতি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস হিসেবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মর্ধিত করেন একাধিক খেলোয়াড়কে।
সমর্থক হিসেবে সম্মানিত হয়েছেন ননী গোপাল বণিক এবং মন্টু সাহা, রেফারি পঙ্কজ গুপ্ত স্মৃতি সম্মান পেলেন করুণা চক্রবর্তী এবং কার্তিক ইন্দু, দাবাড়ু হিসেবে সম্মানিত হলেন আন্তর্জাতিক মাস্টার আরন্যক গুহ, কোচ হিসেবে শ্রদ্ধেয় পি কে বন্দোপাধ্যায় সম্মানে ভূষিত হলেন কোচ সঞ্জয় সেন এবং অ্যান্টনি এন্ড্রুজ, সঙ্গীতা বাসফোর্ড কে প্রাইড অফ ইস্ট বেঙ্গল সম্মানে সম্মানিত করা হয়, পুষ্পেন সরকার আলোকচিত্রী সম্মানে সম্মানিত হলেন চিত্র সাংবাদিক উৎপল সরকার এবং অজয় বসু স্মৃতি সম্মানে সম্মানিত করা হয় সাংবাদিক তথা ধারাভাষ্যকার পল্লব বসু মল্লিককে, উপস্থিত ছিলেন ৫০ বছর আগে চিরো প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৫ গোলে হারানোর বিখ্যাত ৫ খেলোয়াড় গৌতম সরকার, শ্যাম থাপা, সমরেশ চৌধুরী, রঞ্জিত মুখোপাধ্যায় এবং তরুণ বসু । বর্ষসেরা মহিলা ফুটবলারের সম্মানে সম্মানিত সৌমা গোলোধ, জীবনকৃতী সম্মানে সম্মানিত হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ মিত্র এবং মিহির বসু। অর্জুন, পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত ভারতের অন্যতম সেরা হকি গোলকিপার পিআর শ্রীজেশকে ভারত গৌরব সম্মানে সম্মানিত করেন ইস্টবেঙ্গল ক্লাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের একাধিক প্রাক্তন খেলোয়াড় সহ আইএফএসসি অনির্বাণ দত্ত, সি এ বি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা

Comment here