জেলাদেশরাজ্য

ইউনূসকে কটাক্ষ করে খালেদা পুত্রের মন্তব‍্য …..

প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ সংস্কারের গল্প ফেঁদে বাংলাদেশে জঙ্গিবাদ আর মৌলবাদ প্রতিষ্ঠার খেলায় নেমেছেন একাত্তরের মুক্তিযদ্ধে পাক গণহত্যাকারীদের দোসর মোল্লা মুহাম্মদ ইউনূস। নির্বাচন না করে অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে চান। ‘কুমির ছানা’ দেখানোর মতো ইউনূসের ‘সংস্কার’ গল্পকে এবার বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া।
রবিবার দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়ালি এক বৈঠকে ‘সুদখোর’ ইউনূস ও তার স্যাঙাতদের বিঁধে তারেক বলেছেন, ‘বড় বড় জায়গায় বসে, এয়ারকন্ডিশনের ভিতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে, এরা সুবিধাপ্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন-বোনাস, ভাতা দিচ্ছে, তার ওপর তারা বসে সংস্কারের কথা বলছে।’ উপদেষ্টা পরিষদের যে সব সদস্য সংস্কারের কথা বলছে তাদের কতজন শেখ হাসিনা জমানায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন, সেই প্রশ্নও তুলেছছেন তারেক। তাঁর কথায়, ‘বিএনপি যখন সংস্কারের কথা বলেছে, তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে, আন্দোলন করছে আর আরেক দিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে। এখন যারা আগে সংস্কারের কথা বলছেন, তাদের মধ্যে কতজন স্বৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছেন, সেই সময় রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন?’
পাকিস্তানি গুপ্তচচর সংস্থা আইএসআইয়ের মদতে গড়ে ওঠা মুক্তিযুদ্ধ বিরোধি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে তোলাবাজের রাজত্ব প্রতিষ্ঠার যে অভিযোগ উঠেছে, তা নিয়েও সরব হয়েছেন খালেদা পুত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনও দেখছি, অনেক রাজনৈতিক দল আছে, কারও নাম বলব না, তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর, তাদের সদস্যদের আপনারা দেখছেন, আকাশে বাতাসে কান পাতলেই আমরা শুনতে পাচ্ছি। বাট, কাউকে কি দেখেছেন, যারা অন্যায় করেছে, অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তারা তাদের অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।’

Comment here