দেশরাজ্যলোকসভা ভোট ২০১৯

আসানসোল অন্তর্গত শবনপুর এলাকায় তৃণমুল ও বিজেপির দেওয়াল লিখনে অশ্রাব্য গালিগালাজ লেখা হল……

আসানসোল পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শবনপুর এলাকায় তৃণমুল ও বিজেপির দেওয়াল লিখনে অশ্রাব্য গালিগালাজ লেখা হল। আজ সকালে শবনপুরের মালাকার পাড়ায় তৃণমূল ও বিজপির দেওয়ালে ছাপার অযোগ্য গালিগালাজ লেখা হয়েছে। লেখা হয়েছে গেরুয়া রঙ দিয়ে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির লোকেরাই এমন কাজ করেছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে জানায় এই সংস্কৃতি তাদের নয়। মহিলা প্রার্থীকে তারা সম্মান করেন ।

Comment here