আরএসএস’-এর সাম্প্রদায়িকতার পাল্টা এবার ‘জয় হিন্দ বাহিনী’ তৈরি করতে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের প্রতি ব্লকে হবে ‘বঙ্গ জননী বাহিনী’ও। নির্দিষ্ট পোশাক থাকবে দুই বাহিনীর জন্য। জয় হিন্দ বাহিনীর জন্য থাকবে লাঠি। ৪০০ ব্লকে প্রতি জয় হিন্দ বাহিনীর জন্য থাকবে কুড়িটি করে শান্তিনিকেতনী লাঠি। দুই পৃথক বাহিনীতে মহিলাদের জন্য সবুজ শাড়ি অথবা লাল পাড় ওয়ালা শাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে, ছেলেদের জয় হিন্দ বাহিনীর জন্য থাকছে সাদা পাজামা ও হলুদ পাঞ্জাবী।
বৃহস্পতিবার নৈহাটিতে ঘর ছাড়াদের ফেরাতে অবস্থান মঞ্চ থেকে রীতি মতো হুঁশিয়ারির সুরে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বিঁধলেন। সদ্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। বিজেপির প্রার্থী অর্জুন সিং জয়ী হয়ে পা রাখতে চলেছেন পার্লামেন্টে। সেই গড়ে গিয়ে দ্বিতীয়বার কেন্দ্রের সরকার গড়তে চলা বিজেপিকে এক হাত নিয়ে ক্ষুব্ধ মমতার বক্তব্য, ‘আর কেউ ভয় পাবেন না। এবার কিছু হলে আমি ডিজি’র থেকে বুঝে নেব। ’পাশাপাশি তিনি এও উল্লেখ করেন, আজকে তাঁর এই সভার পর যদি কেউ আক্রান্ত হন তবে তার শেষ দেখে ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Comment here