জেলাদেশরাজ্য

আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুইজন, ধৃতরা জিজ্ঞাসাবাদ করছে এস এস বি এবং পুলিশ…

উজ্জল ভট্টাচার্য্য, শিলিগুড়ি, ১৯শে জুলাই ২০১৯: শুক্রবার বাগডোগরা থানা এলাকায় সশস্ত্র সীমা বল (এস এস বি) -এর জওয়ানেরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে আটক করে ।ধৃত দুই ব্যক্তিকে এস এস বি জওয়ানেরা জিজ্ঞাসাবাদ করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় । শুক্রবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা থানার অন্তর্গত হাসপাতাল মোড় এলাকায় ।

এই ঘটনার বিষয়ে স্থানীয় মানুষ , এস এস বি এবং পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এস এস বি – এর পক্ষ থেকে শুক্রবার বিকেলে বাগডোগরা থানার অন্তর্গত বাগডোগরার হাসপাতাল মোড় এলাকায় এক অভিযান চালানো হয়। সেই অভিযানে ওই এলাকা থেকে এসএসবি – এর জওয়ানেরা দুই ব্যক্তিকে আটক করে । ধৃতদের নাম মোহাম্মদ জামশেদ ও ড্যানিয়েল লাকড়া । একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড কার্তুজ সহ ঐ দুই ব্যক্তিকে আটক করা হয় । ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুরের মদনভিটার হাপ্তিয়াগছ এবং চোপড়ার আমবাড়ি এলাকায় । দুজনকে এস এস বি – এর পক্ষ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃত দুইজন এই এলাকায় কি কারনে এসেছিল বা তাদের কি উদ্দেশ্যে ছিল এখনো পর্যন্ত বিশদ জানা না গেলেও, এ বিষয়ে পুরো ঘটনার তদন্ত করছে এস এস বি এবং রাজ্য পুলিশ । শনিবার ধৃতদের আদালতে তোলা হয় । শুক্রবার বিকেলে এই ঘটনার খবর জানাজানি হতেই সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

Comment here