পাঁচুগোপাল হাজরা :- পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ফরেনসিক পরীক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখতে চলেছে কলকাতার নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি । আর এই উদ্বোধনে এসে এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, উদ্বোধনী ভাষণ রাখতে গিয়ে সম্প্রতি জানান, অপরাধ মানসিকতা ক্রমেই বাড়ছে সেই C.F.S.L এর মাধ্যমে। এই রাজ্যের পূর্ব ও উত্তর পূর্বের সব রাজ্যে এভিডেন্স সিস্টেম রিলেটেড কাজে আরো সুবিধা হবে। ফরেনসিক সাইন্সকে থানা পর্যন্ত পৌঁছানো এবং কোর্ট পর্যন্ত পৌঁছানোর বিষয়টি খুব জরুরী। ২০২৬ এর জানুয়ারির মধ্যে সবাইকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া খুব জরুরি। যত পুলিশ স্টেশন -কোর্ট রয়েছে সকলকেই এই ব্যাপারে অবগত হতে হবে। অমিত শা বলেন ফরেন্সিক অডিটের মাধ্যমে বড় বড় দুর্নীতির সামনে এসেছে। মোবাইলে ফরেনসিক সাইকোল জিক্যাল প্রোফাইল আমাদের অপরাধের ন্যায় প্রণালীকে এক অন্য জায়গায় পৌঁছতে বড় ভূমিকা নিয়েছে। সাত বছরের যেখানে বেশি সাজা আছে সেখানে ফরেনসিক টিমের ভিজিট বাধ্যতামূলক। ভারত অপরাধ দুনিয়ায় অপরাধীদের খুঁজে পেতে আরো বেশি সক্রিয় । আমাদের দায়িত্ব প্রত্যেক গরিব মানুষ যাতে মাথা উঁচু করে থানায় গিয়ে কম সময়ের মধ্যে বিচার পেয়ে যায়। সাজা দিয়ে আমরা অপরাধকে নিয়ন্ত্রণ করব । ভারতের সাজা দেওয়ার পদ্ধতি আরো বেশি উন্নত এবং তীক্ষ্ণ হবে বলেই দাবি অমিত শাহের। তিনি আরো জানান, এন এফ এস ইউ কলেজ তৈরি করা হবে যেখান থেকে ৩৬ হাজার পরীক্ষার্থী ডিপ্লোমা ডিগ্রী অর্জন করবে। এই বিষয়ে বলে রাখা ভালো রাজারহাটে ছয় একর জমিতে তৈরি করা হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরি ভবন কম্পিউটার সাইন্স। ফিজিক্স ,কেমিস্ট্রি ,নারকটিক্স সহ একাধিক বিষয়ে রয়েছে এই সি এফ এস এল এ। কমিউনিকেশন আইডেন্টিটি ,বেসিক ডিটেইলস, যখন সব অনলাইন হচ্ছে – এক জায়গায় স্টোর হচ্ছে। তখন অপরাধের স্বরূপও বদলাচ্ছে । তাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই অপরাধ দুনিয়ায় অপরাধীদের খুঁজে পেতে ভারত আরো বেশি সক্রিয় হবে আগামী দিনে ।
Comment here