প্রতিনিধি, মুক্তিযোদ্ধাঃ – আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস,এই বিশেষ দিনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এক গুরুত্বপুর্ণ বৈঠকের ডাক দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় হাজির হয়েছিলেন তৃণমূলের দুই বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ।
কিন্তু দুই নেতা বৈঠকে যোগ না দিয়ে ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সূব্রত বক্সীর অফিসে পৌঁছন। সেখানে তাঁদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন সুব্রত বক্সি,ফিরদাহ হাকিম, অরূপ বিশ্বাস এবং আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূমের দুই নেতাকে কী ‘দাওয়াই’ দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব!
সূত্রের খবর, অনুযায়ী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অনুব্রত-কাজলকে সাফ জানিয়েছেন, ‘সামনে ভোট। একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে তাহাদের জানাক, কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। মাথা ঠান্ডা রাখতে হবে অনুব্রত মন্ডলকেও।’ এরই সঙ্গে সুব্রত বক্সি অনুব্রতকে বলেছেন, ‘কাউকে কোনওভাবে কু-কথা বলা যাবে না-এটাই তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। আগামীতে এমন করলে দল বরদাস্ত করবে না।’
উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে একুশে জুলাই তৃণমূলের এবারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সভা, কারণ এই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিশেষ গুরুত্ব রাখে। এছাড়াও তৃণমূল শিবির কোনওভাবেই বরদাস্ত করবে না দলীয় নেতাদের মুখে কু-কথা। সেকারণে এই বৈঠকে আলাদাভাবে ‘সবক’ শেখানো হয়েছে বীরভূমের দুই দাপুটে নেতাকে। এখন দেখার অনুব্রত-কাজলরা সেই কথা কতটা কার্যকরী তে পরিণত করে।
Comment here